আল-ফাতিহা || الفاتحة আয়াত - ৭, মাক্কী || সূরাহ নং : ১




আল-ফাতিহা || الفاتحة

আয়াত - ৭, মাক্কী || সূরাহ নং : ১

۞ আয়াত আয়াত নং : ১
بِسْمِ  اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু, করুণাময়(১)

۞ আয়াত আয়াত নং : ২
اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ﴿۲﴾ 
আলহামদু লিল্লা-হি রব্বিল ‘আ-লামী-ন্।
২.  সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি, যিনি মালিক সমস্ত জগদ্বাসীর;

۞ আয়াত আয়াত নং : ৩
الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ﴿۳﴾
আর্ রহমা-নির রহী-ম্।
৩. পরম দয়ালু, করুণাময়;

۞ আয়াত আয়াত নং : ৪
مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ؕ﴿۴﴾
মা-লিকি ইয়াওমিদ্ দী-ন।
৪. প্রতিদান দিবসের মালিক।

۞ আয়াত আয়াত নং : ৫
اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ﴿۵﴾
ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস’তাঈ-ন।
৫. আমরা   (যেন)  তোমারই   ইবাদত   করি     এবং  তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি!

۞ আয়াত আয়াত নং : ৬
اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ﴿۶﴾
ইহদিনাস সিরা-তল্ মুস্তাক্বী-ম।
৬. আমাদেরকে সোজা পথে পরিচালিত করো!

۞ আয়াত আয়াত নং : ৭
صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ ﴿۷﴾
সিরা-ত্বল্লাযী-না আন-‘আমতা আলাইহিম, গায়রিল মাগদ্বূ-বি আলাইহিম ওয়ালাদ্-দ্ব----ল্লীন। আ-মীন।
৭. তাঁদেরই     পথে,   যাঁদের   উপর  তুমি   অনুগ্রহ   করেছো;   তাদের  পথে নয়, যাদের  উপর   গযব  নিপতিত  হয়েছে  এবং পথভ্রষ্টদের পথেও নয়।
ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দাময়ী ��
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...