রাসূলুল্লাহ (ﷺ) নুরুল বাশার, বেমিসাল মাখলুক, সর্বোত্তম মানব কিন্তু তিনি আমাদের মত মানুষ নয় সৃষ্টি জগতের সাথে যার কোন তুলনা নেই।

হযরত ইমরান , হযরত আনাস ও হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত নবী করীম (ﷺ) সাহাবীদেরকে ' সওম ই বেসাল' ( না খেয়ে ধারাবাহিক কয়েকদিন রোযা রাখা) থেকে নিষেধ করেছেন, তখন তাঁরা আরজ করল, ইয়া রাসুলাল্লাহ(ﷺ)! কিন্তু আপনি নিজে এমন করছেন? তখন হুযুর (সঃ) এরশাদ করলেন, আমি তোমাদের আকৃতির উপর নই, আর আমি তোমাদের সাদৃশ্য নই এবং তোমাদের মধ্যে আমার মত কে আছে(অর্থাৎ কেহ নাই)।

(বোখারী শরীফ (১ম খণ্ড) প্রিঃ ২৬২, মুসলিম শরীফ প্রিঃ ১৭৫, তিরমীজী শরীফ ১ম খণ্ড প্রি ৯৭)।

উক্ত প্রিয় নবী (ﷺ) এর বাণীর উপর বিশ্বাস স্থাপনকারী মুসলমানরা তারপরও কি হুজুর(ﷺ)কে নিজেদের মত মানুষ মনে করবে, যদি তাই হয় তবে এটার অর্থ হবে এ যে , তারা নবীজীকে মিথ্যুক (নাউজুবিল্লাহ­­) বলে মনে করল।
আল্লাহ সবাইকে সঠিক বুঝার তাওফিক দান করুন (আমিন)

ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দাময়ী ��
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...