যে ব্যক্তি মানুষের প্রতি শোকর আদায় করে না, সে আল্লাহর প্রতিও শোকর আদায় করে নাঃ

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (صلى الله عليه و آله وسلم) ইরশাদ করেন,
لاَ يَشْكُرُ اللهَ مَنْ لاَ يَشْكُرُ النَّاسَ
অর্থাৎঃ ‘যে ব্যক্তি মানুষের শোকর আদায় করে না, সে আল্লাহর শোকর আদায় করে না’।
[সূত্রঃ আবুদাঊদ হা/৪৮১১; তিরমিযী হা/১৯৫৪; মিশকাত হা/৩০২৫]।

হাদীছটির মর্মার্থ হ’ল : বান্দা আল্লাহর প্রতি যে শোকর প্রকাশ করে তা তিনি কবুল করেন না যখন সে তার প্রতি মানুষের করা অনুগ্রহের শোকর প্রকাশ করে না। অথবা উহার অর্থ এই যে, মানুষের অকৃতজ্ঞ হওয়া যার স্বভাব ও অভ্যাস, মানুষের স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ হওয়াও তার স্বভাবে অচিরেই প্রকাশ পাবে।
এখানে মানুষের শোকর ও রবের শোকরের মধ্যে তফাত রয়েছে। রবের শোকরের মধ্যে রয়েছে নত হওয়া, ছোট হওয়া, উবূদিয়াত বা দাসত্ব করা। আর মানুষের শোকর হ’ল, তার অনুগ্রহের বদলা দেওয়া, তার জন্য দো‘আ করা, তার প্রশংসা করা ইত্যাদি।

ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দাময়ী ��
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...