তায়াম্মুমের বর্ণনা

তায়াম্মুমের বর্ণনা

তায়াম্মুমের ফরয সমূহ :-তায়াম্মুমের ফরয তিনটি যথা:
(১) নিয়্যত করা,
(২) সমস্ত মুখমন্ডল মাসেহ করা,
(৩) কনুইসহ উভয় হাত মাসেহ করা।
(বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৩৫৩-৩৫৫ পৃষ্ঠা)

তায়াম্মুমের ১০টি সুন্নাত

(১) بِسْمِ الله পাঠ করা,
(২) উভয় হাত মাটিতে মারা,
(৩) উভয় হাত মাটিতে মারার পর প্রথমে উভয় হাত সামনের দিকে নিয়ে পরে পিছনের দিকে ফিরিয়ে আনা।
(৪) মাটিতে হাত মারার সময় আঙ্গুল সমূহ ফাঁক রাখা,
(৫) উভয় হাত মাটি থেকে উঠানোর পর ঝেড়ে ফেলা অর্থাৎ এক হাতের বৃদ্ধাঙ্গুলির গোঁড়া অপর হাতের বৃদ্ধাঙ্গুলির গোঁড়ার সাথে আঘাত করে ধুলা-বালি ঝেড়ে ফেলা। তবে আঘাত করার সময় খেয়াল রাখতে হবে যেন তালির আওয়াজ না হয়,
(৬) প্রথমে মুখমন্ডল তারপর উভয় হাত মাসেহ করা,
(৭) মুখমন্ডল মাসেহ করার সাথে সাথেই হাত মাসেহ করা, মাঝখানে বিরতি গ্রহণ না করা,
(৮) প্রথমে ডান হাত তার পর বাম হাত মাসেহ করা,
(৯) দাঁড়ি খিলাল করা,
(১০) আঙ্গুল সমূহ খিলাল করা যদি তাতে ধূলা-বালি লেগে থাকে। আর যদি ধূলা-বালি লেগে না থাকে যেমন পাথর ইত্যাদিতে হাত মারা হলো যাতে কোন ধূলা-বালি নেই তাহলে খিলাল করা ফরয। খিলাল করার জন্য পুনরায় মাটিতে হাত মারার প্রয়োজন নেই।
(বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৩৫৬ পৃষ্ঠা)

তায়াম্মুমের পদ্ধতি (হানাফী)

ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দাময়ী ��
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...